বাংলার ভোর প্রতিবেদক
ঢাকা-যশোর-বেনাপোল রেলপথ রুটে ‘পণ্যবাহী রেক’র দাবিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে নাগরিক অধিকার আন্দোলন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলপথ এর সাবেক মহাপরিচালক শামসুজ্জামান। তিনি বলেন, রেলওয়েতে অর্ধশতাধিক বগি/রেক অব্যবহৃতভাবে পড়ে আছে। এগুলো কাজে লাগিয়ে কাঁচামাল পরিবহনের ব্যবস্থা করা উচিত। তিনি বলেন, এই বঙ্গে দর্শনা রেলওয়েকে কেন্দ্রবিন্দু করে ফুলসহ যশোর অঞ্চলের কৃষকদের উৎপাদিত কাঁচামাল দ্রুত পরিবহনের কাজে লাগানো যেতে পারে। যশোরের মুন্সি মেহেরুল্লা স্টেশনকে ব্যবহার করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

সংগঠনের সভাপতি নূর জালাল মাস্টার সভাপতিত্ব করেন। যশোর ক্যান্টনমেন্ট কলেজের সাবেক অধ্যক্ষ বোরহানুস সুলতান, মোবাশ্বের হোসেন বাবু, আহসান উল্লাহ ময়না, ফিরোজা বুলবুল কলি, তাসলিমা ইসলাম লিপা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন ডাক্তার এএম আব্দুল্লাহ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version