বাংলার ভোর প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ হয়েছে। রোববার জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে যশোর সরকারি এম এম কলেজ, সরকারি সিটি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, শাহরিয়ার আলম সাম্য জুলাই অভ্যুত্থানের একজন সম্মুখসারির যোদ্ধা। ছাত্র জনতার রক্তে অর্জিত নতুন বাংলাদেশে সাম্যের মতো একজন মেধাবী ছাত্রনেতাকে নৃশংসভাবে হত্যা করা দেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এই হত্যা প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিড়্গার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নৃশংস হত্যার পর এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে কোনো অভিভাবকসুলভ আচরণ পরিলক্ষিত হয়নি। তিনি আসামিদের গ্রেফতারের জন্য কোনো বিবৃতিও দেননি।
শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়ে বক্তারা বলেন, নতুন বাংলাদেশে সাম্যের মতো আর যেন কোনো মেধাবী শিক্ষার্থীকে নির্মমভাবে জীবন দিতে না হয়। পাশাপাশি দেশের সকল শিক্ষাঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান চৌধুরী, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহামন, সদস্য সচিব রিফাত হোসেন প্রমুখ।