বাংলার ভোর প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক- শিক্ষার্থীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনার প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্র ইউনিয়ন ও ছাত্রদলের উদ্যোগে বুধবার রাত ৯টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয়া যবিপ্রবি ছাত্র ও ছাত্র ইউনিয়ন কেন্দ্রিয় সংসদের সদস্য আবু সাঈদ বলেন, আমরা সাম্য হত্যার সঠিক তদন্ত এবং বিচার দাবি করছি। আমরা মনে করি সাম্য হত্যা কোন সাধারণ ঘটনা নয়।
কারন সাম্য কযেকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিল যা জামায়াত শিবিরের উগ্রপন্থার বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় তাকে হত্যা করা হয়েছে।
মানববন্ধন অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্ম সদস্য সচিব মারুফ হোসেন, যবিপ্রবি ছাত্রদল নেতা ফরিদ হাসান, সজিব হোসেন প্রমুখ।