বাংলার ভোর প্রতিবেদক
বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জনগণের প্রত্যাশ্য পূরণের তফসিলকে স্বাগত জানিয়ে যশোর পৌর এবং সদর উপজেলায় মিছিল করেছে বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম বলেন, তফসিল ঘোষণার পর নগর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকা থেকে মিছিল বের করে।
এছাড়া ২ নম্বর ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ শহরের আর এন রোড, লোন অফিস পাড়া থেকে শুরু করে সমগ্র ওয়ার্ডে মিছিল করে।
৫ নম্বর ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ শহরের রেলগেট এবং ৬ নম্বর ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ শহরের এম এম আলী রোডসহ বিভিন্ন এলাকায় মিছিল করে। এছাড়া নগরের অন্যান্য ওয়ার্ডে দলীয় নেতাকর্মীরা তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে।
সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু বলেন, তফসিল ঘোষণার পর উপজেলার ১৫ টি ইউনিয়নের ১৩৫ ওয়ার্ডে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল করে।
