বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় যশোর পৌর সদরের ৩৭ টি মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরেণ্য এই রাজনীতিকের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর নগর যুবদলের আয়োজনে মঙ্গলবার বাদ জোহর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল নগর যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, যুগ্ম-আহবায়ক শরিফুল হাসান হ্যাট্রিক, আনোয়ার পারভেজ, মোস্তাফিজুর রহমান বিপুল, নাজমুস সাকিব জ্যোতি, শহিদুল ইসলাম মিলন, মিজানুর রহমান, শহিদুল ইসলাম টগর প্রমুখ।