বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় যশোর পৌর সদরের ৩৭ টি মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরেণ্য এই রাজনীতিকের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর নগর যুবদলের আয়োজনে মঙ্গলবার বাদ জোহর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল শেষে কুরআন শিক্ষার্থীদের সম্মানে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। মোল্লাপাড়া মাদ্রাসাতুল আরাবিয়া, সেগুনবাগান ইসলামিয়া মাযহারুল উলুম মাদ্রাসা, লিচুতলা ইসলামিয়া কওমীয়া দারুল উলুম, সিটি কলেজ পাড়া মদিনাতুল উলুম মাদ্রাসা, বারান্দী পাড়া মাঠপাড়া দারুল কুরআন হাফেজীয়া নুরানী মাদ্রাসা, পশ্চিম বারান্দীপাড়া বায়তুল আল মামুন মসজিদ মাদ্রাসা, আ. রাজ্জাক মাদ্রাসা, জামিয়া হাফিজিয়া মাদ্রাসা, খুলনা স্ট্যান্ড মাদ্রাসা, জেলরোড অন্ধ হাফেজিয়া মাদ্রাসা, বেলতলা পলিটেকনিক রোডে অন্ধ হাফেজিয়া মাদ্রাসা, বেলতলা কোরানিয়া হাফেজিয়া কওমি মহিলা মাদ্রাসা, জেল রোড মহিলা কওমি মাদ্রাসা, ঘোপ কবরস্থান মাদ্রাসা, গাজীরঘাট রোড কবরস্থান এতিমখানা, টালিখোলা এতিমখানা মাদ্রাসা, মদিনাতুল উলুম হেফজিয়া মাদ্রাসা, কারবালা এতিমখানা মাদ্রাসা, খড়কী কবরস্থান জামিয়া নুরিয়া আব্বাসিয়া মাদ্রাসা, আবরপুর বাসমাহ হাফিজিয়া মাদ্রাসা, চোরমারা দীঘি মাদ্রাসায়ে জুবায়ের, ষষ্ঠীতলা আক্তার রব্বানিয়া মাদ্রাসা, শংকরপুর ছোটনের মোড় আব্দুল আজিজ এতিমখানা ও মাদ্রাসা, গোলপাতা মসজিদের পাশে আব্দুর রহমান মল্লিক মাদ্রাসা, বায়তুল উলুম হীরা মাদ্রাসা, আকবরের মোড় আকলিমা খাতুন মাদ্রাসা, আকবর আলী ক্যাডেট মাদ্রাসা, হামিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, টিবি ক্লিনিক মোড় মাকজুর নেছা এতিমখানা, সাদেক দারোগা মোড় বায়তুল উলুম সওতুল হীরা মাদ্রাসা, মাদ্রাসা তুল হুদা, মোহাম্মাদীয়া হিফজুল মাদ্রাসা, হুশতলা ফজলুল উলুম জান্নাত মাদ্রাসা, নাজির শংকরপুর দারুল নূর প্রি-ক্যাডেট মাদ্রাসা, বকচর দারুল কোরআন মডেল মাদ্রাসা, মুড়লী তারা মসজিদ মাদ্রাসা, হাজারী গেট হযরত ওবায়েদ ইবনে খাঁ তাফসিরুল কোরআন মাদ্রাসায় এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল নগর যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, যুগ্ম-আহবায়ক শরিফুল হাসান হ্যাট্রিক, আনোয়ার পারভেজ, মোস্তাফিজুর রহমান বিপুল, নাজমুস সাকিব জ্যোতি, শহিদুল ইসলাম মিলন, মিজানুর রহমান, শহিদুল ইসলাম টগর প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version