বাংলার খেলা প্রতিবেদক
তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সোমবার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুটিতে জয়লাভ করেছে রামনগর ও নওয়াপাড়া ইউনিয়ন। চাঁচড়া এবং নরেন্দ্রপুর ইউনিয়নের মধ্যকার অপর খেলাটি ড্র হয়েছে। যশোর সদর উপজেলার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি, হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ এবং কুয়াদা স্কুল এন্ড কলেজ মাঠে খেলা তিনটি অনুষ্ঠিত হয়।
রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি নরেন্দ্রপুর বনাম চাঁচড়া ইউনিয়ন। এ খেলাটি ১-১ গোলে ড্র হয়। নরেন্দ্রপুরের পক্ষে প্রথমার্ধের খেলার ১৫ মিনিটে আলিফ দলের পক্ষে একটি গোল করে। এরপর দ্বিতীয়ার্ধের খেলার ৬৯ মিনিটে চাঁচড়ার ওমর সাহাদাত রাকেশ গোল করে দলকে সমতায় ফেরান। খেলার বাকি সময় কোন দলই গোল করতে না পারায় ১- ১ গোলে ড্র হয়। এ খেলায় চাঁচড়ার ওমর সাহাদত রাকেশ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম ও টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ। এ সময় খেলায় অংশ গ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়।
হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় ইছালী বনাম নওয়াপাড়া ইউনিয়ন। এ খেলায় নওয়াপাড়া ইউনিয়ন ২-০ গোলে জয় লাভ করে। নওয়াপাড়ার পক্ষে প্রথমার্ধের খেলার ২০ মিনিটে ফাইম এবং ২৭ মিনিটে উত্তম দলের পক্ষে একটি করে গোল করে। দ্বিতীয়ার্ধের পুরো সময় জুড়ে খেলার ফলাফল অপরিবর্তিত থাকে। ফলে নওয়াপাড়া ইউনিয়ন ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এ খেলায় বিজয়ীদলের উত্তম সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। খেলায় অংশগ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়।
কুয়াদা স্কুল অ্যাণ্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় রামনগর বনাম আরব পুর ইউনিয়ন। এ খেলায় রামনগর ইউনিয়ন ২-১ গোলে জয় লাভ করে। রামনগরের পক্ষে প্রথমার্ধের খেলার ১৯ বিল্লাল একটি গোল করেন। এরপর ২৯ মিনিটে সরাফাত পেনাল্টি থেকে একটি গোল করেন। এরপর দ্বিতীয়ার্ধের খেলার ৫১ মিনিটে আরবপুরের পক্ষে কাওসার একটি গোল করেন। এ খেলায় রামনগরের সরাফাত সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন। এ সময় খেলায় অংশগ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়।
