বাঘারপাড়া সংবাদদাতা
নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামের হত্যাকারিদের গ্রেপ্তারের দাবিতে বাঘারপাড়ায় বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এর আগে বিএনপির এ অংশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহদতবার্র্ষিকী পালন নিয়ে প্রস্তুতি সভা করে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনা। এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, বিএনপি নেতা হায়দার আলী, মাসুদ আলম টিপু, হাসেম আলী, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল ওহাব. তৌহিদুর রহমান, ছাত্র নেতা হৃদয় তারেক প্রমুখ।