বাংলার ভোর প্রতিবেদক
যশোরের তালবাড়িয়া ডিগ্রি কলেজে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য খলিলুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ ড. শাহানাজ পারভীন, কলেজের উপাধ্যক্ষ জিয়া হায়দার, দাতা সদস্য ইঞ্জিনিয়ার কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল খায়ের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শামীম রেজা অর্ণব, থানা যুবদলের সদস্য কবীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ইবাদত হোসেন। দুই দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ১৯টি ইভেন্টে অনুষ্ঠিত হবে।