বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার তালবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষর্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে তালবাড়িয়া স্কুল প্রাঙ্গনে এ বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন তালবাড়ীয়া ডিগ্রি কলেজের সভাপতি আব্দুর রাজ্জাক।
সভাপতিত্ব করেন তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন, তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যাক্ষ ড. শাহানাজ পারভীন, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু, সহ সভাপতি সাজ্জাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামিম রেজা অর্ণব, উপশহর কলেজে সাবেক অধ্যক্ষ মোশারফ হোসেন, সাবেক ইউপি সদস্য নাজমুল হোসেন, ইঞ্জিনিয়ার বিএম কামাল আহমেদ, ৯নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি আবুল খায়ের, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, রাজু আহমেদ প্রমুখ। এদিকে ৯নং ওয়ার্ডবাসীর আয়োজনে তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি হাফিজুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়।