তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইড’র অর্থায়নে এবং এমজেএফ এর সার্বিক সহযোগিতায় উইমেন জব ক্রিয়েশন সেন্টার কর্তৃক বাস্তবায়ধীন প্রমোটিং রাইটস অভ দ্যা ভলান্টারেবল উইমেন(পিআরভিডাব্লু প্রকল্পের অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, আফিয়া শারমিন। প্রকল্পের তথ্য উপাস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনসহ বিভিন্ন দফতরপ্রধান, ইউপি চেয়ারম্যানগণ ও প্রকল্পের কর্মীবৃন্দ। প্রকল্পটি তালা, তেতুলিয়া, খলিলনগর ও জালালপুর ইউনিয়নে ২ বছরের জন্য বাস্তবায়ন হবে।