তালা সংবাদদাতা
সাতক্ষীরা তালার খলিলনগর ইউনিয়নে বিএনপি’র বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে তালার খলিলনগর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল ময়দানে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, আমি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই খলিলনগর এলাকায় স্থানীয়দের মতামত নিয়ে উন্নয়নমূলক কাজ শুরু করবো। আমার দ্বারা কারও কোনো ক্ষতি হবে না।
সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব আমি নিজেই নিবো। দলের কোনো কর্মী অন্যায় করলে তাকে দল থেকে বহিস্কার করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশকে রক্ষা করতে হলে বিএনপিসহ স্বাধীনতার পক্ষের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশ-এই নীতিতে সবাইকে একসঙ্গে দেশ গড়তে হবে।
তিনি সকল রাজনৈতিক দলের ভোটারদের কাছে সমর্থন ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় খালিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আছির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাতক্ষীরা জজ কোর্টের জিপি অসীম কুমার মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন।
খলিলনগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাস্টার শাহাদাত হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, বিএনপি নেতা আব্দুস সালাম মধু, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান রাজু, ইমরান গোলদার, খান আল মাহবুব হুসাইনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সামনে উপস্থিত ছিলেন দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীপেশার হাজার হাজার মানুষ।

