সাতক্ষীরা ও তালা সংবাদদাতা
সাতক্ষীরার তালা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪ টায় তালা সরকারি কলেজ হলরুমে বিএনপি আয়োজিত মত বিনিময় সভার শুরুতে কোনরআন থেকে তেলাওয়াত করেন তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন।
সভায় দলের উপজেলা সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়ার) সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান। যুবনেতা মির্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৬ বছর ধরে যারা আমাদের হামলা মামলা করেছে, তাদের কাছ থেকে যারা চাঁদা নিয়ে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তারা আমাদের দলের কেউ না! তিনি আরও বলেন, আগামী মাসে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে এই পূজায় প্রতিটা ইউনিয়ন ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতার আহবান জানান। এ সময় তিনি ছাত্রনেতা আজহারুল ও বিএনপি নেতা প্রভাষক বিপ্লব কবীরের হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান।
এ সময় ১২ টি ইউনিয়ন নেতাকমীদের উপস্থিততে কর্মী সভা বিশাল জনসভায় রূপ নেয়।
শেষে ছাত্র আন্দোলনে যারা শহীদ ও আহতদের এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।