বাংলার ভোর প্রতিবেদক
নিয়োগবিধি পরিবর্তন করে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের প্রত্যাহারসহ তিনদফা দাবিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নিয়োগবিধি পরিবর্তন করে ২০২১ সালে রাতের আধারে নিয়োগ পাওয়া অবৈধ ক্রাফট ইনস্ট্রাক্টরদের অনতিবিলম্বে প্রত্যাহার ও বিভিন্ন প্রতিষ্ঠান ও অধিদপ্তরে তাদের সংযুক্তি দ্রুত বাতিল করতে হবে। ২০২০ সালে কারিগরি শিক্ষা ধ্বংসের উদ্দেশ্যে যে নিয়োগবিধি প্রণয়ন করা হয়েছিল সেটিও বাতিল করে অতিদ্রুত ২০২০ সালের আগের নিয়োগবিধি পুনর্বহাল করতে হবে। জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের ওপর ক্রাফট ইনস্ট্রাক্টরদের করা মামলা নিষ্পত্তি করে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিকাল স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়োগ দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে নেয়া না হলে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে।
শিরোনাম:
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
- জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
- অস্ত্র মামলায় সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড
- যশোরে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ঝিকরগাছায় এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ আহত ৩
- এমএম কলেজের নতুন অধ্যক্ষ মিজানুর রহমান
- এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল