বাংলার ভোর প্রতিবেদক
টানা তিন দিনের কেন্দ্রীয় আন্দোলনের কর্মসুচি পালন শেষে স্বাভাবিক হয়েছে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা। দায়িত্বরত চিকিৎসকরা নিজ নিজ কক্ষে বসে রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছেন। কাক্সিক্ষত সেবা পেয়ে রোগী ও রোগীর স্বজনদের মধ্যে স্বস্তি কাজ করছে।
বুধবার সকালে জেনারেল হাসপাতাল ঘুরে দেখা গেছে, বহিঃর্বিভাগ ও ভর্তি রোগীর সংখ্যা গত তিন দিনের তুলনায় বেশি। দূর দূরান্ত থেকে সেবা নিতে আসা শত শত রোগী বহিঃর্বিভাগে টিকিট কেটে চিকিৎসা সেবা নিচ্ছেন। প্রত্যেক ওয়ার্ডে ভর্তি রয়েছেন শত শত রোগী। ঢাকা মেডিকেলে হামলার ঘটনায় গত ৩ দিনের ঢিলেঢালা আন্দোলন শেষে চিকিৎসা সেবা স্বাভাবিক হওয়ায় চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। আসত রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ার সাথে সাথে ওষুধ ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুণ অর রশিদ জানিয়েছেন, বর্হিঃবিভাগে দুই সহস্রাধিক মানুষ চিকিৎসা নিয়েছেন। ২৭৮টি শয্যার বিপরীতে ভর্তি আছেন ৬শ৯৫জন রুগি। এছাড়া সকল ধরণের পরীক্ষা-নিরীক্ষা স্বাভাবিক ভাবেই করা হচ্ছে।
শিরোনাম:
- ইউনূস-মোদীর প্রথম বৈঠক
- ‘যশোর গণহত্যা’ শহিদদের স্মরণে নানা কর্মসূচি
- শখের মোটরসাইকেলে প্রাণ গেল বাবা-মেয়ের
- ফ্যাসিস্টরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত
- আজও একশ্রেণীর মানুষ দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি করে যাচ্ছে
- যশোর হার্ট ফাউণ্ডেশনের উদ্যোগে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়
- যশোরে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ
- শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২