বাংলার ভোর প্রতিবেদক
তীর্যক যশোরের নাটক ‘গৈ গেরামের পালা’ মঞ্চস্থ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ নাটকটি মঞ্চস্থ হয়।
‘গৈ গেরামের পালা’ নাটকে আবহমান গ্রামবাংলার জীবনযাত্রা, যাপিত জীবনের নানা বাস্তবতা, অনাচার ও চাপিয়ে দেয়া কুসংস্কারের চিত্র তুলে ধরা হয়।
সুলতান মুহম্মদ রাজ্জাকের রচনায় নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা আলমগীর হোসেন বাবু।

