ঝিকরগাছা সংবাদদাত

দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ে দেশ সেরা হয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার জেসমিন সুলতানা এবং নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সেলিম রেজা। ২৬ জুন দুপুরে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ (দারা) দু’জনের হাতে এ পুরস্কার তুলে দেন।

দরিদ্র ও মহিলাদের জন্য পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ) প্রকল্পে যশোরের ঝিকরগাছা উপজেলার দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পে (বিআরডিবি) মাঠ কর্মকর্তা জেসমিন সুলতানা (নারী) এবং নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার সিনিয়র মাঠ কর্মকর্তা সেলিম রেজা (পুরুষ) কে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দেশ সেরা সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।

বুধবার পল্লী উন্নয়ন সমবায় বিভাগের সভাকক্ষে এ সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ (দারা) এমপি। উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মহাপরিচালক আব্দুল গাফফার খান সহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ।

দেশ সেরা সম্মাননা পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ মাঠ সংগঠক ঝিকরগাছা উপজেলার জেসমিন সুলতানা জানান, আমার এই সম্মাননা পাওয়ার পেছনে ছিল আমার নিরলস প্রচেষ্টা। আমি ১১৮ জন নারীকে নারী উদ্যোক্তা তৈরি করেছি। এছাড়া ২০১৪ – ২০২৪ সাল পর্যন্ত দুঃস্থ নারীদের মধ্যে যে ঋণ প্রদান করেছি তাদের কেউই ঋণ খেলাপি হননি।

Share.
Exit mobile version