শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত বালু পরিবহনের বলগেটের (পল্টন) নোঙর খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদে নিখোঁজ ডুবুরি মিজানুরের মরদেহ উদ্ধার হয়েছে।

বুধবার ভোরে দ্বীপ ইউনিয়ন গাবুরার গাগড়ামারির নদীর চরে মিজানের লাশ দেখতে পায় স্থানীয়রা। তৎক্ষণাৎ স্থানীয়রা ঠিকাদার কর্তৃপক্ষ ও তার পরিবারের সদস্যদের খবর দেন।

এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) গাবুরার পার্শেমারি টেকেরহাটে নিখোঁজ হন মিজানুর। নিখোঁজ মিজানুর রহমান সরদার খুলনার ৫নং ঘাট এলাকার বাসিন্দা এবং পেশায় তিনি একজন ডুবুরি।

নিখোঁজ মিজানকে উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ চেষ্টা চালিয়েও মিজানুরের মরদেহ উদ্ধার করতে পারেনি তারা। পরে বুধবার সকালে প্রায় দেড় কিলোমিটার দূরে গাবুরার গাগড়ামারি নামক স্থানে কপোতাক্ষ নদের চরে নিখোঁজ মিজানুরের লাশ ভেসে উঠে। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ফায়ার সর্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান জানান, বুধবার সকালে উদ্ধার অভিযান শুরুর পূর্ব মুহূর্তে মিজানুরের লাশ উদ্ধারের খবর পেয়ে অভিযান স্থগিত করা হয়।

শ্যামনগর থানা পুলিশের উপ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, একজন ডুবুরি নিখোঁজ ও লাশ উদ্ধারের খবর শুনেছি তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে অবহিত করেননি।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version