দেবহাটা সংবাদদাতা
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণবাদ এলাকায় অবৈধভাবে বালু কাটায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মেশিন দিয়ে বোরিং করে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মনিরুল ইসলামকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। মনিরুল ওই এলাকায় অবৈধভাবে দীর্ঘদিন বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন।

Share.
Exit mobile version