দেবহাটা সংবাদদাতা
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত কয়েকদিনের শৈত্যপ্রবাহে শীতে কষ্ট পাওয়া অসহায় ও দুঃস্থ মানুষাদেরকে শীতের প্রকোপ থেকে কিছুটা রক্ষা করতে সোমবার দুপুর সাড়ে ১২টায় রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ক্লাব চত্বরে কম্বল বিতরণের আয়োজন করা হয়।
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার মন্ডল ও দেবহাটা সদর ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবহাটার সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, প্রচার সম্পাদক আবুল হাসান, দেবহাটা জামায়াতের প্রশাসনিক কর্মকর্তা ফয়েজুল ইসলাম, সাংবাদিক সিরাজুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য আবু সাঈদসহ বিভিন্ন সুধীজন।
