বাংলার ভোর প্রতিবেদক
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) রেহানা ইয়াছমিন বলেছেন, দেশকে এগিয়ে নিতে কৃষির আধুনিকায়নের বিকল্প ব্যবস্থা নেই। কৃষির সর্বস্তরে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগলে আমাদের দেশের কৃষি খাতে উন্নতি হবে।

এজন্য আমাদের কৃষি যন্ত্রপাতি তৈরি করতে হবে বেশি বেশি। সরকার চেষ্টা করছে বিদেশি যন্ত্রপাতি ক্রয় না করে; দেশীয় প্রযুক্তি ব্যবহার করে কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করা। দেশিয় প্রযুক্তিতে কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনের মাধ্যমে অল্প খরচে কৃষক আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন। এতে অল্প খরচে ও শ্রমে চাষাবাদ করতে সহজ হবে কৃষকের।

যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ (এসএফএমআরএ) প্রকল্পের অর্থায়নে দেশীয় উপযোগী ব্রি কৃষিযন্ত্র উদ্ভাবন, উন্নয়ন, প্রস্তুতকরণ ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি। শনিবার দিনব্যাপী যশোর অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে (খামারবাড়ি) কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ডিএই যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজগর আলী, ডিএই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সিএসও এবং প্রকল্প পরিচালক, এসএফএমআরএ প্রকল্প, ব্রি ড. এ কে এম সাইফুল ইসলাম।

কর্মশালায় প্রধান অতিথি আরও বলেন, কৃষি খাত দেশের অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ দুটি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার হলে দেশে সেবা খাতের বিকাশ হবে। বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়ন এবং এর উৎপাদনশীলতা ও ফসলের নিবিড়তা বৃদ্ধিতে কাজ করছে সরকার।’

এর আগে দেশিয় কৃষি যন্ত্রপাতি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ব্রি হেড ফিড কম্বাইন্ড হারভেস্টার, ব্রি অটো সীড সোয়ার মেশিন, ব্রি রিমোট কন্ট্রোল সীড সোয়ার মেশিন, ব্রি রাইস ট্রান্সপ¬ান্টার, ব্রি চপার মেশিনসহ ব্রি উদ্ভাবিত আধুনিক কৃষিযন্ত্রপাতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version