বাংলার ভোর প্রতিবেদক
নানা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দৈনিক লোকসমাজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের হোটেল ওরিয়নে এক বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন।
অনুষ্ঠানে পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি পত্রিকার দীর্ঘ পথচলায় পাঠক ও শুভাকাক্সক্ষীদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পত্রিকাটির সম্পাদক অধ্যাপক নার্গিস বেগম তার বক্তব্যে পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রয়াত সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মৃতিচারণ করেন। তিনি লোকসমাজের দীর্ঘ পথচলার নানা কষ্ট ও সংগ্রামের কথা তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন। এ ছাড়াও বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।
আলোচনা সভার পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পত্রিকার সম্পাদক অধ্যাপক নার্গিস বেগমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা জ্ঞাপনকারী সংগঠনসমূহের মধ্যে দৈনিক বাংলার ভোর, গ্রামের কাগজ, কল্যাণ, স্পন্দন, সমাজের কথা, সুবর্ণভূমি সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের নেতৃত্বে প্রেসক্লাব যশোর, সভাপতি সাজেদ রহমান বকুল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনের নেতৃত্বে যশোর সাংবাদিক ইউনিয়ন। সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদের নেতৃত্বে সাংবাদিক ইউনিয়ন যশোর, সভাপতি শেখ দিনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের নেতৃত্বে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, সভাপতি গোপীনাথ দাস ও সাধারণ সম্পাদক এমআর খান মিলনের নেতৃত্বে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও অনলাইন নিউজ পোর্টাল রাতদিন নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক রফিকুল হাসান। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলের শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠানে অংশ নেন।
এই আয়োজনের মাধ্যমে দৈনিক লোকসমাজ তার গৌরবময় ৩০ বছরের পথচলাকে স্মরণ করে এবং ভবিষ্যতের জন্য নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

