নিজস্ব প্রতিবেদক
দেশের প্রথম স্বাধীন জেলা যশোর থেকে মহান স্বাধীনতা যুদ্ধের সংগঠক ও যশোর সংবাদপত্র জগতের অন্যতম পুরোধা মরহুম সৈয়দ নজমুল হোসেনের পুত্র সৈয়দ আবুল কালাম শামছুদ্দীনের সম্পাদনায় পথ চলা শুরু করলো ‘নিপীড়িত মানুষের পক্ষের দৈনিক’ বাংলার ভোর।


সোমবার বাদ আছর পত্রিকাটির ৩৯, মুজিব সড়কস্থ কার্যালয়ে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে পথচলা শুরু করে পত্রিকাটি। অনুষ্ঠানে পত্রিকা পরিবারের সদস্যদের সাথে সংবাদপত্র জগতের ব্যক্তিত্বরা ছাড়াও সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।

দোয়া পরিচালনা করেন যশোর জেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মঈনুদ্দীন। কেক কাটেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের মাতা শামছুন্নাহার। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সংবাদপত্র পরিষদ যশোরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদ-এর বিশেষ প্রতিনিধি রুকুনউদ্দৌলাহ, পত্রিকার উপদেষ্টা সম্পাদক হারুন অর রশীদ, নির্বাহী সম্পাদক সৈয়দা নাজমুন্নাহার শশী, যশোর জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক এড. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, শতদল প্রাইমারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক এবিএম রফিকুল ইসলাম, জয়তী সোসাইটির সহকারী প্রোগ্রাম ম্যানেজার এবিএম শহিদুল ইসলাম, দৈনিক কল্যাণের সম্পাদক উন্নয়ন আব্দুল ওয়াহাব মুকুল, বিএফইউজের সদস্য গোপিনাথ দাস, সাংবাদিক শেখ দীনু আহমেদ, সিনিয়র সাংবাদিক তহীদ মনি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোরের সাবেক সাধারণ সম্পাদক নূর ইমাম বাবুল, চ্যানেল টোয়েন্টিফোরের রিপন হোসেন, সোনালী দিনের এইচএম আহসান বিপ্লব, দৈনিক সমাজের কথার রায়হান সিদ্দিক, এড. শামীম আকতার, যুবলীগ লীগ নেতা সৈয়দ মুনসুর আলম, এসএম বিপ্লব সুলতান বিপু, দৈনিক সত্যপাঠের রুবেল, সম্পাদক কন্যা সৈয়দা জিশান বিনতে শামস, নির্বাহী সম্পাদকের পুত্র তাহমিদ জামানসহ অন্যান্য আত্মীয় স্বজন বন্ধু সুহৃদরা।

দোয়া অনুষ্ঠানে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন উপস্থিত সকলে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version