বাংলার ভোর প্রতিবেদক
ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে যশোরে মশাল মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বুধবার রাত ৮টার দিকে সংগঠনটির জেলার আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগরের নেতৃত্বে এই মিছিল বের হয়। মিছিলটি শহরের আর এন রোড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লালদীঘিস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘সময় থাকতে জনগণের মনের ভাষা বুঝে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন। অন্যথায় জনগণের ধৈর্য্যরে বাঁধ ভেঙ্গে গেলে তার পরিণাম ভালো হবে না। জনগণের ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে গেলে তার পরিনাম কতটা ভয়বহ হয় সেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা টের পেয়েছে। এ থেকে শিক্ষা গ্রহণ করে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন।
নেতৃবৃন্দ বলেন, বিগত ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলন করেছি। সেই আন্দোলন করতে গিয়ে আমাদের অজস্র সহযোদ্ধা জীবন দিয়েছে।
জনগণের অধিকার আদায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা এখনো জীবন দিতে প্রস্তুত আছি। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু এখনো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি। আমরা জীবন দিয়ে হলেও জনগণের সকল গণতান্ত্রিক অধিকার আদায় করে ছাড়বো।
এ সময় নেতৃবৃন্দ যশোরের পুলিশ সুপারের উদ্দেশ্যে বলেন, এখনো আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা যশোর শহরে কিভাবে আপনাদের নাকের ডগায় ঘুরে বেড়ায়? আমরা আইন নিজের হাতে তুলে নেবো না।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগর ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা।