মাগুরা সংবাদদাতা
দেশের আইন শৃংখলার অবনতি হওয়ায় অর্থনৈতিক ও আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে ‘দ্রুত নির্বাচন’ দাবিতে মাগুরায় সমাবেশ করেছে জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার বেলা ১১ টায় শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে আয়োজিত সমাবেশে প্রাধান অতিথি ছিলেন দলের যুগ্ম-মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ।
জেলা বিএনপির আহব্বায়ক আলী আহম্মেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মনোয়ার হোসেন খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা পৌর বিএনপির সাবেক সভাপতি মাসুদ হাসান খান কিজিল, সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, রবিউল ইসলাম নয়ন, জেলা যুবদলের সভাপতি অ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম, জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তিতাস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহব্বায়য়ক বীরমুক্তিযোদ্ধা আখতার হোসেন, ফারুকুজ্জামান ফারুক, খান হাসান ইমাম সুজা, অ্যাড. শাহেদ হাসান টগর, এ্যাড. মিথুন রায় চৌধুরী, আমিনুল ইসলাম খান পিকুল, আলমগীর হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীরা।