বাগআঁচড়া সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সামটা, জামতলা বাজার, বাঘাডাঙ্গা, মহিষাকুড়া, বসতপুরসহ মোট ছয়টি ওয়ার্ডে পৃথক পৃথক উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাসের নেতৃত্বে আয়োজিত এসব উঠান বৈঠক ও পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। পথসভায় স্থানীয় জনগণের নানা সমস্যা সমাধান ও এলাকার সার্বিক উন্নয়ন বাস্তবায়নের আশ্বাস দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন বিএনপির নেতৃবৃন্দরা।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সহিদুল ইসলাম সহিদ ও উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলি।

আরোও উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি মোনায়েম হোসেন ও শাহাজান কবির, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য আলী বাবর বাবু প্রমূখ।

Share.
Exit mobile version