সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর সানাপাড়ায় ধানক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আনারুল (৫৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
থানা ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ধুলিহর মাঠে ধান ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে ধূলিহর গ্রামের লক্ষণ পাল (৫০), জয় পাল (২২), নমিতা পাল (৪০) কৃষক আনারুলকে (৪৭) কাচি দিয়ে কুপিয়ে জখম করাসহ মারপিট করে। এ সময় আনারুলের বাম চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পরে আনারুলের আত্মীয় স্বজনরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়েরর পর পুলিশ আসামি লক্ষন পাল (৫০) ও নমিতা পালকে (৪০) আটক করেছে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন ৯৯৯ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং এলাকার পরিবেশ শান্ত আছে। ঘটনায় যারা জড়িত আছে তাদের অতি দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।
##