বাংলার ভোর প্রতিবেদক
নকল নবিসদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করাসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন ও বৈষম্য বিরোধী নকলনবিস দাবি আদায় পরিষদ। রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মরকলিপি প্রদান করা হয়।
অ্যাসোসিয়েশনের অন্য দাবিগুলো হচ্ছে-নিবন্ধন অধিদপ্তরের প্রস্তাবিত (খসড়া) বিধিমালায় নকলনবিসদের কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করা; নিবন্ধন ম্যানুয়াল অনুযায়ী স্থায়ী মোহরার, টিসি মোহরার, অফিস সহকারীসহ নবসৃষ্ট সব পদ জ্যেষ্ঠতার ভিত্তিতে নকল নবিসদের মধ্য থেকে পদায়ন করা; বিতর্কিত দুর্নীতিবাজ সাবেক আইনমন্ত্রীর অবৈধভাবে নিয়োগ করা সব নিয়োগ বাতিল করা।
জেলা প্রশাসক আজহারুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌছে দেয়ার প্রতিশ্রুতি দেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাধারণ সম্পাদক খাজা ফজিলাই উজ্জ্বল, সদর উপজেলা কমিটির সভাপতি শিমুল আক্তার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নূরন্নবী, মরিয়ম খাতুন, শামীমা আক্তার সীমি প্রমুখ।