নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার গোবরা বাজার খেয়াঘাট এলাকার চিত্রা নদীর তীর থেকে এক অজ্ঞাত বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার) সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে আনুমানিক ৬০ বছর বয়সী নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে অজ্ঞাত বৃদ্ধা ওই নারীর লাশ সদর উপজেলার গোবরা এলাকায় চিত্রা নদীর কূলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সোয়েটার পরিহিত ওই নারীর শরীরে তেমন কোন কাপড়-চোপড় ছিল না। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম আরও বলেন, ময়নাতদন্তের জন্য নারীর মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের তেমন কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে ওই নারীর মৃত্যু হতে পারে।

Share.
Exit mobile version