শার্শা সংবাদদাতা:
যশোরের শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ কায়বা, গোগা ও দৌলতপুর বিওপি পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে। এতে ৩৩ বোতল ভারতীয় মদ, ৯ পিস ভারতীয় ইয়াবা, বাংলাদেশি নগদ ৩৫ হাজার ৮০০ টাকা এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন যশোরের শার্শা থানার রুদ্রপুর গ্রামের আয়ুব হোসেন এবং অগ্রভূলাট গ্রামের লিটন হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত আলামতসহ তাদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.
Exit mobile version