বেনাপোল সংবাদদাতা
ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠানকে (পাসপোর্ট নং অ০৮৯১৩৯১৩) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার সময় তাকে আটক করা হয়। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, ভারত যাওয়ার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, রাসেল পাঠানের নাম স্টপলিস্টে অন্তর্ভুক্ত রয়েছে। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ জানান, “ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

 

পোর্ট থানা পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা থাকায় তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী আরও তদন্ত করছে।

Share.
Exit mobile version