নড়াইল প্রতিনিধি
নড়াইলে পৃথক মাদক মামলায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন পৃথক দুই আদালতের দুইজন বিচারক। গতকাল দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের আকরাম হোসেন এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক সাইফুল আলম পৃথক রায়ে এ দন্ডাদেশ দেন।
মাদক মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত নাসির উদ্দিন (৩৫) বরিশাল শহরের ৬নং ওয়ার্ডের হাটখোলা এলাকার বাসিন্দা। অপর দন্ডপ্রাপ্ত কাদের বিশ্বাস (৪০) যশোরের চৌগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত দুই আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৬ আগস্ট সকাল ৭টার দিকে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর ব্রিজের পাশে যশোর থেকে নড়াইলের দিকে আসা একটি পিকআপ থামিয়ে তল্লাশিকালে ৯৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। এ সময় গাড়িতে থাকা নাসিরকে আটক করা হয়। নাসির পুলিশকে জানান তিনি বরিশালের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য যশোর থেকে ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। এ মামলায় ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় আদালতের বিচারক নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: আকরাম হোসেন আসামি নাসির উদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
অপর মামলায় গত ২০০৯ সালে নড়াইল সদর উপজেলার নড়াইল-যশোর সড়কের সীতারামপুর ব্রিজের পাশে একটি বাস তল্লাশি কালে বাসযাত্রী কাদের বিশ্বাসের কাছ থেকে ৩ লিটার ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এ মামলায় ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক সাইফুল আলম মাদক কারবারি কাদের বিশ্বাসকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
শিরোনাম:
- ইউনূস-মোদীর প্রথম বৈঠক
- ‘যশোর গণহত্যা’ শহিদদের স্মরণে নানা কর্মসূচি
- শখের মোটরসাইকেলে প্রাণ গেল বাবা-মেয়ের
- ফ্যাসিস্টরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত
- আজও একশ্রেণীর মানুষ দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি করে যাচ্ছে
- যশোর হার্ট ফাউণ্ডেশনের উদ্যোগে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়
- যশোরে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ
- শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২