নড়াইল প্রতিনিধি
নড়াইলে অনলাইন প্রতারণার অভিযোগে ২টি বায়োমেট্রিক সিম নিবন্ধন ট্যাব, ১২৬টি অবৈধ সিম, ৩টি মোবাইল ফোনসেট, ২টি ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে কালিয়া উপজেলার যাদবপুর বাজার এবং খুলনার রুপসা পশ্চিম ঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ারা হলেন-কালিয়া উপজেলার কলামনখালী গ্রামের সবুুজ শেখ (৩৫) ও খুলনা সদরের ট্রাফিক মোড় এলাকার মাহফুজুর রহমান (২৩)।
গতকাল দুপুরে নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানান।
ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতার হওয়া প্রতারক চক্র ‘ডিএসএলআর ক্যামেরা বাজার স্টোর’ নামে অনলাইন পেইজে ক্যামেরা বিক্রির কথা বলে শহরের ভওয়াখালী এলাকার তৈয়ব আলী মোল্লার কাছ থেকে অগ্রিম পাঁচ হাজার টাকা নেন। অগ্রিম টাকা পাওয়ার পরও প্রতারক চক্র বিভিন্ন ছলচাতুরী করে ক্রেতাকে ফাঁদে ফেলে আরো ২০ হাজার টাকা হাতিয়ে নেন।
ভুক্তভোগী তৈয়ব আলী মোল্লা গতবছরের ২৮ সেপ্টেম্বর এ ব্যাপারে নড়াইল সদর থানায় মামলা করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আলী হোসেন তথ্য প্রযুুক্তির সহায়তায় মামলার দুই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। গ্রেফতার হওয়া আসামিদের দেয়া তথ্য মতে প্রতারণার কাজে ব্যবহার হওয়া অন্যের নামে নিবন্ধিত মোবাইল সিম বিক্রেতাকে আটকের জন্য পুলিশ অভিযানে নামে।
নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও ডিবি পুলিশ বুুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে অবৈধ সিম বিক্রির সময় যাদবপুর বাজার থেকে ৯০টি সিমসহ সবুজ শেখকে এবং খুলনার রুপসা পশ্চিম ঘাট এলাকা থেকে ২টি বায়োমেট্রিক সিম নিবন্ধন ট্যাব, ২টি ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, ৩টি মোবাইল সেট ও ৩৬টি অবৈধ সিমসহ মাহফুজুর রহমানকে গ্রেফতার করে। সবুজ শেখ প্রতিটি সিম মাহফুজুর রহমানের কাছ থেকে ৬শ’ টাকা দিয়ে কিনে ১,৫০০ টাকায় কালিয়ার বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা।
ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অফস তারেক আল মেহেদী, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামসহ পুলিশ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- চারুতীর্থের তিন দিনব্যাপি চিত্র প্রদর্শনী উদ্বোধন
- যশোর সদরে এলডিপি’র প্রার্থী খালেকুজ্জামান রিপন
- ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাথে আলী আসগার লবীর মতবিনিময়
- শালিখায় রবিউল ইসলাম নয়নের গণমিছিল
- ঝিকরগাছা মহিলা কলেজে স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা
- আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬
- সংকীর্ণ সড়কে অনিয়ন্ত্রিত যান : নড়াইল-যশোর রুটে বাড়ছে মৃত্যুর মিছিল
- আগামীকাল শুরু হচ্ছে ভবদহ অঞ্চলের পাঁচ নদী পুনঃখনন কাজ, জলাবদ্ধতা অবসানের সম্ভাবনা
