নড়াইল সংবাদদাতা
দীর্ঘ ১৬ বছর পর নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্মেলনে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার ইজাজুল হাসান বাবু নির্বাচিত হয়েছেন।
রোববার দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নড়াইল শিল্পকলা একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম ৪৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জুলফিকার আলী পেয়েছেন ২৩৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী শাহরিয়ার রিজভী জর্জ পেয়েছেন ২৬৩ ভোট। অপর প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসান পেয়েছেন ১ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার এজাজুল হাসান বাবু ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার অপর তিন প্রার্থীর মধ্যে অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল পেয়েছেন ২৭২ ভোট। টিপু সুলতান পেয়েছেন ১২৪ ভোট ও এসএম ফেরদৌস রহমান কোন ভোট পাননি। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন।
এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক কাউন্সিল সম্মেলনে ৭শ’৭ জন ভোটারের মধ্যে ৭শ’১ জন তাদের ভোট প্রদান করেন।’
এর আগে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নড়াইল জেলা বিএনপির আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলা এবং পৌর বিএনপির সভাপতি, সম্পাদকরা।