শার্শা সংবাদদাতা

মাছ ব্যবসায় সফলতার কারণে কুদ্দুস বিশ্বাস যশোরের শার্শা উপজেলায় বেশ পরিচিত।  রাজনৈতিক ও  সামাজিক কর্মকাণ্ডে এলাকায় রাখা নানা অবদানে তার বেশ জনপ্রিয়তাও রয়েছে। তার মালিকাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৩ শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে।

কিন্তু হঠাৎ করেই বদলে যায় তার জীবন। বছর খানেক আগে তার শরীরের দুটো কিডনিই অচল হয়ে পড়ে। জীবনে নেমে আসে ঘর অন্ধকার। মৃত্যু যেন ডাকে তাকে হাতছানি দিয়ে। এ সময় যোগ্য সহধর্মিনী শুধু নয় অনুকরণীয় সহধর্মিনীর ভূমিকায় অবতথীর্ণ হন তার স্ত্রী ফারজানা। স্বামীকে বাঁচাতে স্বেচ্ছায় দেন নিজের একটি কিডনি।

আর সেই কিডনি নিয়ে তুরস্কের একটি হাসপাতালে দীর্ঘ ৪ মাস চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে শুক্রবার হেলিকপ্টারে চরে গ্রামে ফেরেন কুদ্দুস বিশ্বাস। এ সময় তাকে দেখতে ও সহানুভূতি জানাতে হাজারো মানুষ ছুটে আসেন তা নিজ গ্রাম বাঁগআচড়া পিপড়াগাছি  জনতা ইকোপার্ক মাঠে।

এ সময় কুদ্দুস বিশ্বাস নতুন জীবনে তার অনুভূতি প্রকাশে গণমাধ্যমকর্মীদের জানান, সৃষ্টিকর্তা তাকে নতুন জীবন দান করে আবারো মানুষের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি করেছেন। তার সুস্থতার জন্য অনেক মানুষ দোয়া করেছেন।

তিনি প্রথমে সৃষ্টিকর্তা পরে তার স্ত্রী ও গ্রামবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version