খাজুরা সংবাদদাতা
যশোরের বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজ ও মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৃথক এ অনুষ্ঠানে ১৬২ ও ৯৮ জন নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এদিন সকালে চিত্রা মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কহিনুর আলম। প্রধান অতিথি ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার। প্রভাষক রস্তম আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, নারিকেলবাড়িয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ওবায়দুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম, বর্তমান ইউপি সদস্য রুমা খাতুন, অবসরপ্রাপ্ত শিক্ষক বাচ্চুর রহমান খানসহ নবীন-প্রবীন শিক্ষার্থীরা।
অন্যদিকে, মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে শামস-উল-হুদা অ্যাকাডেমিক ভবন মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ তরিকুল ইসলাম। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিলির সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন, নবীন শিক্ষার্থী মারজানা খাতুন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন, কলেজের দাতা সদস্য আনোয়ার হোসেন ভূট্টো, সহকারী অধ্যাপক আবু সাঈদ, এমএম মনিরুজ্জামান, কুশল কুমার চক্রবর্তী, রুহুল আমিন ও নাসরিন আক্তার। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share.
Exit mobile version