কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরা-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের গণসংযোগ অব্যাহত রয়েছে। শুক্রবার বিকেলে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ও নলতা ইউনিয়নের পাড়ায় পাড়ায় ধানের শীষের পক্ষে তারেক রহমানের বার্তা পৌঁছে দেন।

ইঞ্জিনিয়ার মুকুল এলাকায় এসে সাধারণ মানুষের দ্বোরগোড়ায় পৌঁছে সকলের সাথে কুশল বিনিময় করে হৃদয় কেড়েছেন। তৃণমূল পর্যায়ে জনসংযোগ কালে তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তিনি বলেন আমি মানুষের ভালোবাসায় এই জনপদে উন্নয়ন ও সম্ভাবনায় কাজ করতে চাই।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version