বাংলার ভোর প্রতিবেদক
ইসলাম নিয়ে নানামুখী ষড়যন্ত্র ও সমকালীন ফিতনা মোকাবেলায় করণীয় নির্ধারণে যশোর জেলা ফতোয়া বোর্ডের উদ্যোগে এক দ্বীনী মজলিস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর যশোর খুলনা বাসস্ট্যান্ড জামে মসজিদে এই মজলিস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যশোর জেলা ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার প্রখ্যাত আলেম ড. নুরুল আবসার আজহারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে বিভিন্নমুখী ফিতনার যুগে আমাদের ঈমান-আক্বিদাহ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে জোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। অন্যথায় ফিতনায় পতিত হয়ে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। তিনি ঈমান ও আক্বিদা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে মজলিসে উপস্থিত ছিলেন, খুলনার মুফতি গোলামুর রহমান এবং ঢাকার মাওলানা মুহাম্মাদ আল-আমিন।
মুফতি কামরুল আনোয়ার নাঈমের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী, সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক মাওলানা নাজির উদ্দীন, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি উবাইদুল্লাহ্ শাকির, মুফতি আব্দুল হান্নান, মাওলানা আব্দুল কাদের, মাওলানা রুহুল আমিন, মাওলানা নাসিরুল্লাহ্, মাওলানা সাখাওয়াত হুসাইন, মুফতি শামছুর রহমান, মুফতি হাফিজুর রহমান, মুফতি আব্দুর রহিম, মুফতি আমানুল্লাহ কাসেমী প্রমুখ।