বাংলার ভোর প্রতিবেদক
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে বহুমাত্রিক জ্ঞানচর্চা কেন্দ্র প্রাচ্যসংঘ যশোরের আয়োজনে আলোচনা, সংগীত ও আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
প্রাচ্যসংঘ’র সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে শুক্রবার বিকেল ৫টায় শহরের সার্কিট হাউস পাড়ায় প্রাচ্য আকাদেমির ওবায়দুল বারী হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
জেলা প্রশাসক আশা প্রকাশ করে তার বক্তব্যে বলেন, আমাদের কেউ কেউ একদিন নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরকেও ছাড়িয়ে যাবেন। তিনি আরো বলেন, আমরা সাহিত্য পড়ি নিজেকে সুন্দর রাখতে, মনকে সুন্দর রাখতে।
বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী। আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা পরিষদ যশোরের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান।
ইতিহাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা কবি, গবেষক, আলোচক, চিন্তক ও সাংবাদিক বেনজীন খান। কবিতা আবৃত্তি করেন কবি বকুল হক, মশিয়ার রহমান, রাবেয়া খানম, পারভীনা খাতুন, আকিব শাওন, কামরুজ্জামান বাবলু, ফারহানা সুলতানা প্রমুখ।
উপস্থিত ছিলেন প্রাচ্য আকাদেমির অধ্যক্ষ আশরাফ হোসেন, প্রাচ্যসংঘের সদস্য মনিরুল ইসলাম মনু, জাহিদ আক্কাজ, অনিক মাযহার, সোহানুর রহমান, কবি শাহেদ নেওয়াজ, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু, সাংবাদিক তৌহিদ জামান, তহীদ মনি, শহিদ জয়, তরিকুল ইসলাম তারেক প্রমুখ।
দ্বৈতভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাচ্য সাহিত্য সংঘের পরিচালক কবি সেলিম রেজা সেলিম ও প্রাচ্যসংঘের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক নুর ইসলাম।