যবিপ্রবি সংবাদদাতা
র্যালি, আলোচনা সভা, দোয়া-মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পালন করা হয়েছে ঐতিহাসিক জুলাই বিপ্লব দিবস।
সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে র্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে গ্যালারিতে অনুষ্ঠিত হয় “জুলাই বিপ্লব এবং নতুন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন। তিনি বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ আমাদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা। বৈষম্য ও শোষণমুক্ত দেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার।”
সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান। আরও বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি ওয়াশিম আকরাম, শিক্ষক প্রতিনিধি ড. ওমর ফারুক, ড. অভিনু কিবরিয়া ইসলাম, ড. আব্দুল হালিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মো. শাহানুর রহমান শুভ।
আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে যবিপ্রবিতে ৩৬ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত।