সাতক্ষীরা সংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে নারী ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং অংশগ্রহণ নিশ্চিত করতে সাতক্ষীরায় এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। তিনি বলেন, “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে নারীরা যাতে নির্ভয়ে এবং সচেতনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য প্রশাসন সব ধরনের সহযোগিতা প্রদান করবে।”
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা।
তিনি নারী অধিকার ও নির্বাচনে স্বাধীনভাবে সুচিন্তিত মতামত প্রকাশ ও আইন বিষয়ে আলোচনা করেন এবং গণভোটের বিশেষ গুরুত্ব তুলে ধরেন।
জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরার জেলা কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থার অন্যান্য সদস্য ও স্থানীয় নারী ভোটাররা উপস্থিত ছিলেন।
নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে বৈঠক শেষে অংশগ্রহণকারী নারীদের মাঝে নির্বাচনী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং সঠিক পদ্ধতিতে ভোট প্রদানের নিয়মাবলী বুঝিয়ে দেয়া হয়।

