বাংলার ভোর প্রতিবেদক
নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাজার নিয়ন্ত্রণে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ব্যবসায়ীরা বলছেন পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। তারপরও কেন দাম বাড়ছে, সেটি পরিস্কার হতে হবে। কেউ যদি সরকারের ভাবমূর্তি নষ্ট বা অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে বাজারে কারসাজি করে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।
ডিসি আরও বলেন, প্রতিটি পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীদের পাইকারি পর্যায়ের চালানের কপি দোকানে রাখতে হবে। কেউ চালান দেখাতে না পারলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। খুব শিগগিরই বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।
সভায় যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সম্পাদক এজাজ উদ্দীন টিপু বলেন, বাজারদর স্থিতিশীল রাখতে চেম্বারের বাজার মনিটরিং কমিটি কাজ করছে। কোনো ব্যবসায়ী যাতে অযৌক্তিকভাবে দাম না বাড়াতে পারে, সে বিষয়ে আমরা সতর্ক।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক সমরেশ বিশ্বাস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা শরিফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানসহ বড়বাজারের মুদি ও সবজি ব্যবসায়ীরা।
