সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে দলীয় নেতাকর্মী ও মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের মুনজিতপুরস্থ মীর মহলে এ মতবিনিময় করেন তিনি। এসময় তিনি বলেন, একটি অসাধু চক্র যারা সাতক্ষীরার ভালো চায়না তারা এখানকার সার্বিক পরিবেশ পরিস্থিতি বিনষ্ট করছে। যে কারণে স্থানীয় নিরীহ অসহায় মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এভাবে চলতে থাকলে সাতক্ষীরার রাজনীতিসহ সার্বিক পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সাতক্ষীরার সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণ ও উন্নয়নের স্বার্থে দলীয় নেতাকর্মী ও সংবাদ কর্মীদের সচেতন ও সজাগ থাকার আহবান জানান। একই সাথে দলের স্বতন্ত্র প্রার্থী থাকা স্বত্বেও জাতীয় পার্টিকে সমর্থন দিয়ে সাতক্ষীরায় আওয়ামী লীগকে ছোট করা এবং দলকে ধ্বংসকারীরা দলের নেতাকর্মীদের কাছে কখনও ক্ষমা পাবেনা। জবাব তাদের দিতেই হবে।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী, সাতক্ষীরা জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি, বাঁশদহা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, দৈনিক সাতক্ষীরা সংবাদ’র সম্পাদক মো. শাহআলম, সমাজের আলো’র সম্পাদক সাংবাদিক ইয়ারব হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।