যবিপ্রবি সংবাদদাতা:
পেশাদারিত্বের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে গত ১৭ জুন নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত ২০তম বার্ষিক আঞ্চলিক সম্মেলনে নেপাল দূতাবাস ও বাংলাদেশের অ্যাক্সেস প্রোগ্রামের সহযোগিতায় বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীরা তিন দিনব্যাপি এক আলোচনা সভায় অংশগ্রহণ করে।

সম্মেলনে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১০০ জন শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উক্ত সম্মেলন অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় বিজ্ঞান ও প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত।
অনুষ্ঠানের মূল বিষয়কে সামনে রেখে তরুণ শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চার গুরুত্ব ও আধুনিকায়ন বিষয়ক আলোচনা করেন বক্তারা।

বাংলাদেশি অংশগ্রহণকারী ১৭ জন হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ইসলামিক বিষয়ের প্রভাষক নদীব হাসান, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এম.ডি. বাপ্পী, আসলিম কেয়ার ফাউন্ডেশন স্পেশাল স্কুলের সঙ্গীত থেরাপিস্ট আরেফিন আহমেদ মোমো, ড. সলিমুল্লাহ মেডিকেল কলেজের এবং মিডফোর্ড হাসপাতাল এর ইন্টার্ন চিকিৎসক ডা. ফারজানা আরেফিন মুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান, সাঈদ চৌধুরী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুনা আমিন রিনি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস এর শিক্ষার্থী সিবলি নোমান, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এর শিক্ষার্থী সুমাইয়া ইসলাম উর্বি, ইউনাইটেড ইন্টারনেশন ইউনিভার্সিটির শিক্ষার্থী তানভীর আহমেদ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version