বাংলার ভোর প্রতিবেদক
৫০ মাসের বকেয়া বেতন-ভাতা প্রদানসহ চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা। ইনস্টিউট ক্যাম্পাসে রোববার দুপুরে দাবি আদায়ে আয়োজিত কর্মসূচিতে ভুক্তভোগী ১৮ শিক্ষকের সঙ্গে অংশ নেন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।
এ সময় বক্তব্য দেন, ইন্সট্রাক্টর (সিএমটি) সাঈদুর রহমান, ওয়ার্কশপ সুপার (সিভিল) আমেনা খাতুন, ইন্সট্রাক্টর সবুর খান এবং শিক্ষার্থী প্রতাপ পাল, অরন্য, রাকিবুল হাসান, ইমামুল হোসেন প্রমুখ।
বেতন বঞ্চিত শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সরকারি ৪৯টি প্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষক। ২০১২ সাল থেকে প্রতিষ্ঠানটিতে ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং ইন হ্যান্ডসামেন্ট’ প্রজেক্টের মাধ্যমে অ্যাকাডেমিক কাজে অংশগ্রহণ করে আসছেন তারা।
প্রোজেক্টের কাজ শেষ হয়ে রাজস্ব খাতে বেতন গ্রেডে উন্নতি করার কথা থাকলেও সেটিতেও তৈরি হয়েছে নানা জটিলতা। এর উপর ৫০ মাসের বেতন না পেয়ে মানবেতর জীবন যাপনে দুর্বিষহ ভুক্তভোগীরা।
তাই দ্রুত বকেয়া বেতন ভাতা পরিশোধ করাসহ রাজস্ব খাতে চাকরি স্থানান্তরের দাবি তুলে ধরেন কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ার এই কারিগররা। অন্যথায় শিক্ষা কার্যক্রম বন্ধ করে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও তাদের। পরে শিক্ষকরা নিজেদের দাবি পূরণে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।