বাংলার ভোর প্রতিবেদক
পল্লী সঞ্চয় ব্যাংক খুলনা বিভাগের উদ্যোগে শনিবার সকালে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় মনিটরিং কর্মকর্তা এবং খুলনা বিভাগের সকল জেলার (আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলার নির্বাহী অফিসার শারমিন আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান এবং ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) এ.বি.এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের প্রধান কার্যালয়ের শাখা তত্ত্বাবধান ও পরিদর্শন বিভাগের (খুলনা বিভাগ) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল হক।
সভায় প্রধান অতিথি সালমা বানু পল্লী সঞ্চয় ব্যাংকের খুলনা বিভাগের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে শারমিন আক্তার বলেন, পল্লী সঞ্চয় ব্যাংক তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে যে অবদান রাখছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। তিনি ব্যাংকের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অন্যান্য বিশেষ অতিথিবৃন্দও ব্যাংকের কর্মদক্ষতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের সফল কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিভাগীয় ক্যাম্পেইন চলাকালীন সময়ে দায়িত্ব পালনকারী এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ অবদান রাখায় তাদের এই স্বীকৃতি প্রদান করা হয়। পুরস্কার বিতরণীর পাশাপাশি সভায় খুলনা বিভাগের ব্যবসায়িক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী দিনের কর্মপরিকল্পনা এবং গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের মূল্যবান মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।