বাংলার ভোর প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শায় জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে প্রায় ৫ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শার্শার মিনি স্টেডিয়াম থেকে মোটরসাইকেলের এ বিশাল শোভাযাত্রা শুরু হয়। মোটরসাইকেলের দীর্ঘ মিছিলটি শার্শা বাজার, নাভারণ, বেনাপোলসহ উপজেলার ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় এলাকাবাসী ও পথচারীরাও এ বিশাল এই বহর দেখতে ভিড় করেন। পরে শার্শা বাজারে গিয়ে সমাপ্তি ঘটে।

শোডাউন শেষে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শার্শা-১ আসনের প্রার্থী মাওলানা আজিজুর রহমান বলেন, আগামী দিনে শার্শাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। উন্নয়ন ও সব ভালো কাজের সঙ্গে থাকব। এ সময় যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, রেজাউল করিম, অধ্যাপক মাওলানা ফারুক হাসান, জাহাঙ্গীর আলম, ফিরোজ আল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version