পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় অজ্ঞান পার্টির হোতা ইউপি সদস্য সবুজ সরদারকে আটক ও চুরির ১ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
উপজেলার কপিলমুনিতে যাত্রীবাহী বাসে অজ্ঞানপার্টির কবলে পড়ে ইস্রাফিল সানার (৩৪) প্রায় দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটে।
এ সময় তাকে অচেতন অবস্থায় যাত্রীরা তাকে উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে ভর্তি করে এবং ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে তারা তালার খলিশখালী ইউপি সদস্য সবুজ সরদারকে (৪১) হাতে-নাতে আটক করে স্থানীয় কপিলমুনি পুলিশ ফাঁড়িতে সোর্পদ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ভুক্তভোগী ইসরাফলি হোসেন চুকনগর বাজারে মোটরসাইকেল কিনতে যাওয়ার পথে কপিলমুনি বাজারে পৌঁছালে পাশের সিটে যাত্রীবেশে থাকা আটক সবুজ বিস্কুটের মধ্যে চেতননানাশক স্প্রে করে ইসরাফিলকে অজ্ঞান করে ফেলেন। এবং পকেটে থাকা পকেটে থাকা ১ লাখ ৪৫ হাজার টাকা চুরি করে নেয়।
এ সময় পাশের যাত্রীসহ বাসে থাকা তার স্বজনরা বিষয়টি প্রত্যক্ষ করে সবুজকে হাতে-নাতে আটক ও ইস্রাফিলকে কপিলমুনি হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ তার কাছ থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করে। গ্রেফতার হওয়া সবুজ সরদার (৪১) সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন খলিশখালি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।