পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় জোর করে আধা-পাঁকা ধান কাটার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ১৪৪ ধারার মামলায় বিবাদমান দু’পক্ষকে আদালতের নির্দেশ মানতে বলেছেন।
জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউপি’র গজালিয়াতে হাকিম মো. শাহাদাৎ হোসেন ও একই বাড়ির আরশাদ গংদের মধ্যে ৩ একর ৩১ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।
এ বিরোধের জেরে থানায় জিডিসহ হাকিম শাহাদাৎ হোসেন সর্বশেষ প্রতিপক্ষ আরশাদ ও তার ছেলে সাগর, রাসেলসহ কেনা, নাজিম, জাহাঙ্গীর মোড়লদের বিরুদ্ধে পাইকগাছার নির্বাহী আদালতে মামলা করলে আদালত তফশিলভুক্ত সম্পত্তির উপর দখল ভিত্তিক স্থিতিবস্থা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে আদেশ দেন।
এ বিষয় বাদী হাকিম শাহাদাৎ হোসেন জানান, প্রতিপক্ষ চাচাতো ভাইরা আদালতের নির্দেশনা উপেক্ষা করে জোর করে আমাদের রেকর্ডীয় সম্পত্তির আধাপাঁকা ধান কাটার চেষ্টা করেন।
এ সম্পর্কে থানার এসআই নূরে আলম জানান, আমি ঘটনাস্থলে পৌছে নোটিশ দিয়ে দুই পক্ষকে আদালতের নির্দেশনা মানতে বলেছি।

