পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত খাবার পানি সংরক্ষণের জলাধার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।
সোমবার দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত জলাধার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মলঙ্গী।
স্বাগত বক্তৃতা করেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলাম। উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তীর সঞ্চালনায় বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান আ. কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, আ. মান্নান গাজী, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মুনছুর আলী গাজী, বিভূতি ভূষণ সানা, বিজন বিহারী সরকার, আইয়ুব আলী, জেলা ছাত্রলীগের মৃণাল কান্তি বাছাড়, উপজেলা রামকৃষ্ণ বাছাড়।
এ সময় উপকারভোগী বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, দলীয় নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।