কপিলমুনি প্রতিনিধি

পাইকগাছায় দুই কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শুক্রবার দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কৃষি কলেজের মহিলা হোস্টেল থেকে ৯৯৯ কল পেয়ে দুই কলেজ ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার খুলনার বয়রা মহিলা কলেজে পড়ুয়া দুটি মেয়ে পাইকগাছায় বেড়াতে আসে। একদিন থাকার পর শুক্রবার রাতে চারজন ছেলের সাথে তাদের পরিচয় হয়। পরে কৃষি কলেজের মহিলা হোস্টেলে তাদেরকে থাকতে দেয়। রাত ১২ টার দিকে কয়রা উপজেলার ইব্রাহীম মোড়লের ছেলে আল-আমীন মোড়ল (২৫), বাগেরহাটের উত্তর বাঁশতলা মজিদ শেখের ছেলে রুবেল শেখ (২৫), অশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের শামছুর রহমানের ছেলে নুর মোহম্মদ (৪৮) ও রামপালের সোনাতুনিয়া আব্দুল হাই ছেলে জাহিদ শেখ (২২) তাদেরকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন মেয়ে দুটি ৯৯৯ কল দেয়। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, মেয়েদুটি গত দুই দিন যাবত কৃষি কলেজের হোস্টেলে অবস্থান করছে। শুক্রবার রাতে চারজন তাদেরকে ধর্ষণের চেষ্টা চালায়। তাদেরকে উদ্ধার করে ইব্রাহীম মোড়ল ও রুবেল নামে দুই জনকে আটক করা হয়। অন্য আসামিরা পলাতক রয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

Share.
Exit mobile version